¡Sorpréndeme!

৫ বৃদ্ধ রিকশাচালকের সুখ-দুঃখের গল্প || jagonews24.com

2021-06-15 0 Dailymotion

পটুয়াখালী শহরে রিকশা চালিয়ে চলছে ৫ বৃদ্ধ চালকের জীবন। সাদা চুল-দাঁড়িতে জীবনের প্রায় শেষ ধাপে তারা। অবিশ্রাম আর কঠোর পরিশ্রমের ছাপ শীররও মুখে স্পষ্ট। বয়সের ভারে শরীরের চামড়া ঝুলে পড়েছে। এখন আর রিকশা চালানোর শক্তি নেই। তারপরও পেটের তাগিদে প্রতিদিন ভোরে এই ৫ বৃদ্ধকে রিকশা নিয়ে নামতে হয় রাস্তায়।

রিকশা চালানোর এই দীর্ঘ সময়ে তাদের জীবন জীবিকার মান বাড়েনি বরং কমেছে। কণ্ঠে হতাশার সুর। তারপরও বেঁচে থাকার স্বপ্ন দেখেন শামসুল হক, বেলাল গাজী, হানিফ জোমাদ্দার, আবদুল কাদের হাওলাদার ও মীর হিরা।

বিস্তারিত-https://bit.ly/2GvFq8w